মেনু

‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,​ ‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের।’ সোমবার (৮ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারীর সুরক্ষা নিশ্চিতে নানা ধরনের আইন প্রণয়ন করেছে বর্তমান সরকার। টাকার অভাবে যেনো নারীরা আইনি সহযোগিতা বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে।’

নারীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে বর্তমান সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।’এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের সব নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। আদায় করেছিল বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম-অংশীদারি। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।’