মেনু

অমর একুশে গ্রন্থমেলায় আবু হেনা মোস্তফা কামালের দুটি বই প্রকাশ হচ্ছে

একুশে বই মেলায় পাওয়া যাবে লেখক ও স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামালের দুটি বই । বই গুলো হলো- বৃত্তের বাইরে বিন্দু ও নীলার নীলাকাশ ।


জনাব আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ জেলার একজন স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব । তিনি ১৯৭৩ সাল হতে সাংস্কৃতির পরিচর্যা করে আসছেন । তিনি একক প্রচেষ্টায় দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন । একটি ১৯৮০ সালে “নিরুপমা সঙ্গীত বিদ্যালয়” অপরটি ২০০৯ সালে “দিয়া আর্ট স্কুল”। নিরবচ্ছিন্ন ভাবে অদ্যাবধি প্রতিষ্ঠান দুটি তাঁর একক পরিচালনায় চলমান রয়েছে।

২০০৮ সালে তাঁর একক গানের এলবাম(ভিডিও সিডি) “সোনারোদের গান” প্রকাশিত হয়েছে ।

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এই ব্যাক্তি, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ, পত্নীতলা উপজেলা, নওগাঁ-এর “সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক”-এর দায়িত্ব পালন করে আসছেন ।
কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন ।
তিনি পত্নীতলা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক প্রয়াত জনাব আব্দুর রহমান ও মাতা হাসিনা রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং পাবনা জেলাধীন বেরহাওলিয়া গ্রামের প্রয়াত ইয়াসিন আলী সরকারের চতুর্থ জামাতা। স্ত্রী জাহানারা বেগম শিক্ষিকা , তিনি দু কন্যা সন্তানের জনক।