মেনু

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে আজ সকাল সাড়ে ১১ টার সময় বিআরটিএ, পাবনা সার্কেল এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র জাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপারপদোন্নতিপ্রাপ্ত), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান , সড়ক ও জনপদ বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, এলজিএডি নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়া, বিআরটিএ পাবনা সার্কেল এর সহকারী পরিচালক আব্দুল হালিম, বিআরটিএ মোটরযান পরিদর্শক তারিক হাসান, বিআরটিএ মোটরযান পরিদর্শক আমির হোসেন, ট্রাক মালিক গ্রæপের সভাপতি শামসুর রহমান খান মানিক , বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ওমর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শহীদ শেখ বাস শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি ফিরোজ খান, বাংলাদেশ মোটর ইন্সপেক্টর এসোসিয়েশন এর প্রচার সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন প্রমুখ । এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।