মেনু

বিশ্বনাথে আশুগঞ্জ স্কুল রহস্যজনক চুরি : নৈশ্য প্রহরী আটক

বিশ্বনাথ প্রতিনিধি :: ভাঙ্গেনি দরজা, জানালা কিংবা ভেন্টিলেটর। চুরি হয় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব। এমন রহস্যজনক ঘটনা ঘটে বিশ্বনাথের আশুগঞ্জ স্কুল এন্ড কলেজে। বিদ্যালয়ের শিক্ষকেরা ধারনা করছেন গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্ঠি হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারী এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী করার পর আজ রবিবার দুপুর ২ টায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিদ্যালয়ের নৈশ্য প্রহরী শমসের আলীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।আশুগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, ৪টি পিসির যন্ত্রাংশ, ২টি মনিটর, ৫টি স্পীকার ও বেশ কিছু সংযোগ তার কম্পিটার ল্যাব থেকে পাওয়া যাচ্ছেনা। তিনি বলেন, ল্যাব’র দরজা, জানালা কিংবা ভেন্টিলেটরও ভাঙ্গা নেই। চুরি হলে কমপক্ষে দরজার তালা ভাঙ্গা হত। কিন্তু তালাও ভাঙ্গা নেই। চুরির বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে আজ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন।বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।