মেনু

বিশ্বনাথে দেওকলস ইউনিয়নের ১টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন আজ

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার। ইতি মধ্যে ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটগ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার ও বক্স’সহ নির্বাচনী প্রয়োজনীয় সরঞ্জমাদি কেন্দ্রে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দেওকলস ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শারমীন চৌধুরী তানিয়া প্রায় দুই বছর পূর্বে তার সদস্য পদ প্রত্যাহার করেন। এরপর এই পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। ফলে শূণ্য পদটি পূরণে এই ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহন করতে উপজেলা নির্বাচন কার্যালয়ে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে ‘সূর্যমূখী ফুল’ প্রতিকে ময়না রানী দাস, ‘তাল গাছ’ প্রতিকে আলেয়া বেগম, ‘কলস’ প্রতিকে জেসমিন বেগম ও ‘বই’ প্রতিকে সাকেরা বেগম প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিক বরাদ্দের পর থেকে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট, দোয়া ও আশীর্বাদ চান প্রার্থীরা, চলে নির্ঘুম রাত।প্রার্থীদের প্রচার-প্রচরণা ছিল তুঙ্গে গত মঙ্গলবার রাত ১২টায় থেকে প্রার্থীদের প্রচার-প্রচারনা শেষ হয়। নির্বাচনী এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪১৪০জন। ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ১২টি বুথে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহন। নির্বাচনে ভোটগ্রহনের দায়িত্বে রয়েছেন ৩জন প্রিজাইডিং অফিসার, ১২জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৪জন পুলিং কর্মকর্তা। তাদের সাথে প্রতিটি কেন্দ্রে ১৭জন করে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্য থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৬জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্র পৌছেছে।